SBI দিচ্ছে মাত্র 45 মিনিটে সবচেয়ে সস্তা লোন, 6 মাস দিতে হবেনা EMI!

ইতিমধ্যে করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে এমার্জেন্সি লোন লঞ্চ করেছে। লকডাউনের সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে এর আগে SBI আরো নানান সুযোগ সুবিধা এনে দিয়েছিল সাধারণ মানুষের হাতের কাছে।
লকডাউনের সময় প্রশাসন থেকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন, সেই দিকটি লক্ষ্য রেখে এসবিআই আপনাকে বাড়িতে বসেই লোন নেওয়ার সুবিধা এনে দিল।
 এই লোন পাওয়া যাবে মাত্র 45 মিনিটের মধ্যে। এসবিআই লকডাউন এর কারণে বেতনে কাটছাঁট এবং ব্যবসায় প্রভাবের কথা মাথায় রেখেই গ্রাহকদের জন্য এই স্কিম এনেছে। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই এমার্জেন্সি লোন শুধুমাত্র এসবিআই গ্রাহকেরা পাবেন। যে সমস্ত গ্রাহকরা এই লোন নেবেন তাদেরকে 6 মাস পর্যন্ত কোন কিস্তি দিতে হবে না। 6 মাস পর থেকে ইএমআই শুরু করা হবে।
 এই পার্সোনাল লোন এর জন্য গ্রাহকদের প্রতি বছরে 10.50 হারে সুদ দিতে হবে। আর এই সুদের হার আপাতত সমস্ত ব্যাংকের থেকে কম। কীভাবে এই লোনের জন্য আপনি আবেদন করবেন সেই পদ্ধতিগুলি নিচে উল্লেখ করা হল –

1. গ্রাহকরা নিজের রেজিস্টার নাম্বার লিখে PAPL (অ্যাকাউন্ট নাম্বারে শেষ চারটি সংখ্যা) এরপর 567676 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।
২.মেসেজের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে আপনি এই লোন পাওয়ার যোগ্য কী না।
3. এরপর যোগ্য গ্রাহকদের চারটি প্রশ্নের মাধ্যমে এসবিআই তরফ থেকে এই এমার্জেন্সি লোন দেওয়া হবে।
4. এসবিআই অ্যাপে গিয়ে Avail Now অপশনটিতে ক্লিক করুন।
5. সময়সীমা এবং টাকার অংক গ্রাহকদের বেছে নিতে হবে।
6. রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেই ওটিপি দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ