ঢেউয়ের আগুন
তন্ময় চক্রবর্তী
তোমার প্রশ্রয়ে বেড়ে ওঠা আগুন
তোমাকেই খুঁজছে আজ জ্বালানোর
অপেক্ষায়, তোমার বুকের ওপর
নেমে আসছে–তোমারই প্রশ্রয়ে
জ্বলতে থাকা আগুন! তুমি ভেবেছিল
দু-পাড় আগলে রেখে বয়ে যাক
আবেগের ঢেউ,তুমি সাঁতার কাটবে
দু-পাড় হালকা হাতে ধরে ঢেউকে
আশ্রয় করে বয়ে যাবে বহুদূর!
তোমারই অন্ধ-প্রশ্রয়ে দুই পাড়
ভাঙতে ভাঙতে আগুনের শিখার মতো
ছড়িয়েছে ঢেউ রাস্তায়; কোনো
নিষেধ মানে না আর,শুধু ভাঙে
ভাঙে যত নিয়ম আছে আইন আছে
বয়ে যাওয়ার–তোমারই প্রশ্রয়ে
বেড়ে ওঠা ঢেউয়ের আগুন এখন
তোমাকেই খুঁজছে,তোমার মুখ খুঁজছে
পথ খুঁজছে তোমাকে আবেগের
উত্তাল ঢেউয়ে বহুদূর ভাসিয়ে নিয়ে যাওয়ার!তুমি বুঝতেই পারোনি
কখন ডুবে গেছ স্রোতে,পুড়ে গেছ
আবেগের ঢেউয়ে; দু-পাড় কখন
সরে সরে গেছে ভাঙনে,ঢেউয়ের আগুনে!
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official