প্রকাশ পেল এগরার অক্ষরস্রোত সংকলন

প্রকাশ পেল এগরার অক্ষরস্রোত সংকলন

পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর এগরার দুই ছাত্র সৌমেন সেন ও হরিহর গায়েনের সম্পাদনায় অক্ষরস্রোত নামে একটি সংকলন আজ প্রকাশ পেল এগরা থেকে ৩১ তারিখ রাত্রি ৮ টায় বিশিষ্ট অতিথিদের নিয়ে ভার্চুয়ালি এই সংকলন প্রকাশ অনুষ্ঠানটির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষিবিজ্ঞানী কাঞ্চন কুমার ভৌমিক, কাব্য ভূষণ উপাধি প্রাপ্ত কবি সুব্রত ভট্টাচার্য, প্রখ্যাত বাচিক শিল্পী মনিকা ভট্টাচার্য, কবি শ্রী দ্বৈপায়ন,ইসানি ব্যানার্জি,মিঠু বারিক,ওসমান মিঞা,অতনু দত্ত,অশ্রুকণা দাস,শকুন্তলা বেরা ,আশালতা মাইতি ,আরতি ঘোষ,অরুন কুমার জানা,বেবি চক্রবর্তী,মধুমিতা পাল,সুশীল চন্দ্র গোপ ,বাংলাদেশ থেকে অপু দেবনাথ ,সুব্রত চ্যাটার্জী ,সুমন দাস,ডঃ অরুণাংশু দাস অন্যান্য অনেকে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিকা ভট্টাচার্য।সবার উপস্থিতিতে কবিতা অনুগল্প গান পরিবেশন করা হয় সেই সঙ্গে সাহিত্যচর্চায় লেখক লেখক লেখিকার ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সংকলনটি উন্মোচন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষি বিজ্ঞানী কাঞ্চন ভৌমিক ও কাব্য ভূষণ উপাধি প্রাপ্ত কবি সুব্রত ভট্টাচার্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কৃষি বিজ্ঞানী কাঞ্চন ভৌমিক জানান অক্ষরসত সংকলন এগিয়ে চলুক ছাত্রছাত্রী যখন মোবাইল টিভির অপব্যবহারের জড়িয়ে পড়ছে তখন তাদের এই ধরনের সাহিত্য চর্চায় নিয়োজিত থাকা অত্যন্ত জরুরী । কবি সুব্রত ভট্টাচার্য জানান অক্ষরস্রত সংকলন প্রকাশ পাচ্ছে আমরা অক্ষর স্রোতের পাশে সব সময় আছি থাকবো এবং সবাইকে অবশ্য সংকলনে বিষয়বস্তুগুলো পড়ে দেখার অনুরোধ করবো এভাবে সাহিত্য চর্চা এগিয়ে চলুক ,নবীন লেখক লেখিকাকে সাহিত্যের আঙ্গিনায় আরো আনতে হবে এর প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আরও বলেন অক্ষরস্রোত সংকলনের প্রকাশনী সংস্থা international newstar publication ও অন্তরের আঙ্গিনা প্রকাশনী  তাদের অক্লান্ত পরিশ্রমের আজকের কিছুটা সফল হল তারা এগিয়ে চলুক। অক্ষর স্রোত সংকলনের সম্পাদক হরিহর গায়েন ও সৌমেন সেন‌ বলেন আমরা অভিজ্ঞতার শুন্য ভান্ডার থেকে শুরু করেছে পূর্ণ করার আশায় চেষ্টা করছি বাংলার সংস্কৃতি নবীন ও প্রবীণ প্রতিভাদের তুলে ধরার আমরা এই সংকলনের সঙ্গে সঙ্গে একটি অডিও ফরমেট রেখেছি যার মাধ্যমে সম্পূর্ণ সংকলনে থাকা কবিতা গল্প শুনতে পাওয়া যাবে, তিনি আরো বলেন আমরা এই সংকলন করতে গিয়ে অনেক ধরনের ভুল ত্রুটি করেছি তো নিজের বাড়ির সন্তান ভেবে আমাদের ভুলত্রুটি মার্জনা করবেন এই বইটির অন্তর্বর্তী ভাবনা যদি আপনাদের ভাবিত বা আলোড়িত করে তবে সেখানেই আমাদেরই বইয়ের সার্থকতা মিলবে।অক্ষরস্রোত সংকলনের সকল সদস্যদের  উদ্যোগে ৩১ অক্টোবর ভারত বাংলাদেশের নবীন প্রবীণ সাহিত্যিকদের নিয়ে প্রকাশ পেল সৌমেন সেন ও হরিহর গায়েন সম্পাদিত অক্ষরস্রোত সংকলন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ