মহিলা বিজ্ঞানীদের সফর : কর্মজীবনের বদল ঘটিয়ে পেশাদার হয়ে ওঠা


 

নতুন দিল্লি, ১৭ জুন, ২০২১

কর্মজীবনের বিরতি শেষে বিজ্ঞানে ফিরে আসা ১০০ জন বিজ্ঞানীর অনুপ্রেরণামূলক যাত্রা একটি গ্রন্থাকারে নথিভুক্ত করা হয়েছে। এই বিজ্ঞানীরা সবাই মহিলা। যারা তাদের পারিবারিক দায়িত্বের জন্য এবং সামাজিক কারণে বিজ্ঞানকে পেশা হিসেবে ভাবা বন্ধ করে দিয়েছিলেন। তাদের যাত্রাপথের এই ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ ভারতীয় মহিলাদের কাছে আশার আলো দেখাতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন নলেজ ইনভলভমেন্ট ইন রিসার্চ এডভান্সমেন্ট থ্রু নার্সারিং বা কিরন, শাখার মাধ্যমে বিশেষ কারণে বিজ্ঞান ছেড়ে যাওয়া মহিলাদের পুনরায় বিজ্ঞানী হিসেবে মর্যাদা দিতে প্রশিক্ষণ সহ বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট গ্রন্থটিতে এরকমই ১০০ জন মহিলা বিজ্ঞানীর কথা বর্ণনা করা হয়েছে। কিভাবে তাঁরা আবার বিজ্ঞানী হিসাবে পরিচিত হতে পেরেছেন তা উল্লেখিত রয়েছে।
এই গ্রন্থটি মুদ্রণ ছাড়াও ডিজিটাল মাধ্যমেও রাখা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা জানিয়েছেন, মহিলা বিজ্ঞানীদের সফলতার কাহিনী গ্রন্থটিতে বর্ণনা করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ