আতঙ্কের মাঝে সুখবর ওজোনস্তরের ক্ষত নিরাময়

করোনার জেরে বিভিন্ন দেশে চলছে লকডাউন।
গাড়ি চলাচল করছে না।
বন্ধ কলকারখানা।
ফলে এক ধাক্কায় অনেকটাই কমেছে বায়ু দূষণের মাত্রা। বিজ্ঞানীদের দাবি, তার প্রভাব পড়তে শুরু করেছে পরিবেশ ও ওজন স্তরেও। সম্প্রতি একটি গবেষণায় এমনই তথ্য উঠে আসছে। ওজন স্তরের ক্ষত সম্পূর্ণ ভাবে নিরাময় হয়ে যাচ্ছে। দূষণের ক্ষত সারিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্চে বায়ুমণ্ডলের ওজন স্তর।
কলোরাডো বোল্ডার বিশ্ব বিদ্যালয়ের সিআইআরইএসের এক পর্যবেক্ষক এই বিষয়ে জানিয়েছেন, দক্ষিণ গোলার্ধে পরিবেশের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা গিয়েছে।

কলোরাডো বোল্ডার বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, বায়ু দূষণের ফলে ওজন স্তরে যে গহ্বরের সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে মেরামত হচ্ছে। এর ফলে পৃথিবীর পরিবেশ ও জীব জগত বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। দূষণ কমছে, ধীরে ধীরে সজীব হচ্চে পৃথিবী! একই সঙ্গে দূষণের ক্ষত সারিয়ে ধীরে ধীরে ‘সুস্থ’ হয় উঠছে বায়ুমণ্ডলের ওজন স্তরও!
প্রসঙ্গত, সন্ধ্যায় আকাশের দিকে তাকালে কলকাতার মানুষ শেষ কবে এমন স্পষ্ট সপ্তর্ষিমন্ডল দেখতে পেয়েছে হলফ করে বলা যেতে পারে যে, বলতে পারবেন না। একইভাবে করোনা ভাইরাসের জেরে লকডাউন। আর তার ফলে ক্রমে শহর থেকে শহরতলি সর্বত্র বায়ুতে কমেছে বিষ। ফলে মেঘমুক্ত আকাশে স্পষ্ট ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডলরা। মিট মিট করছে একের পর ঝাঁক বেঁধে তারার দল। কি অনিন্দ্য সুন্দরই না সেই দৃশ্য। কিন্তু প্রশ্ন এখানেই। এমনভাবে বিষমুক্ত আকাশ কি দেখতে চেয়েছিল মানবজাতি ? নিশ্চিতভাবেই না। কিন্তু বাস্তব সেই ছবিটাই দেখাচ্ছে। ঝকঝকে সন্ধ্যার আকাশ। রাতের আকাশ আরও সুন্দর।



সংবাদ  সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ