তোমায় আমি ভালোবাসি জয়দেব বেরা



  তোমায় আমি ভালোবাসি


জয়দেব বেরা


তোমায় আমি দুচোখ ভরে যখন দেখি,
তখন বলতে ইচ্ছে করে ;
ভালোবাসি, ভালোবাসি,
তোমায় আমি খুব ভালোবাসি !
তুমি যখন নিয়ে যাও আমায়
ঐ পাড়ার মোড়ে ফুচকা খাওয়াতে ;
তখনও তোমায় বলতে ইচ্ছে করে
ভালোবাসি, ভালোবাসি,
আমি তোমায় বড্ড ভালোবাসি!
যখন তুমি অফিস থেকে ফিরে
আমায় জড়িয়ে ধরে বলো -----
তোমায় আজ খুব সুন্দর লাগছে,
তখনও তোমায় বলতে ইচ্ছে করে
ভালোবাসি, ভালোবাসি,
তোমায় আমি খুব ভালোবাসি !
আবার যখন তুমি বলো,
আজ রবিবার, চলো নাগো
কোথা থেকে ঘুরে আসি ;
তখনও তোমায় বলতে ইচ্ছে করে
ভালোবাসি, ভালোবাসি,
তোমায় আমি অনেক ভালোবাসি!
আবার যখন সেই পুরোনো
প্রেমের স্মৃতি গুলির কথা মনে পড়ে;
তখনও তোমায় বলতে ইচ্ছা করে,
ভালোবাসি,ভালোবাসি,
তোমায় আমি খুবই ভালোবাসি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ