এগরাতে রক্তদান উৎসব

বর্তমান করোনা পরিস্থিতিতে রক্ত সংকটের কারনে 19/4/2020 রবিবার সকাল 10 টায় এগরা শহর তৃনমূল কংগ্রেস সভাপতির বিশেষ উদ্যোগে এগরা ব্লাড ব্যাংকের বিশেষ সহযোগিতায় এগরা শহর তৃনমূল কংগ্রেস
 কমিটির সদস্য সহ সকল সভাপতি সকল নেতৃত্ব কর্মী বন্ধু সহ পৌরপ্রধান শঙ্কর বেরা ও সকল কাউন্সিল দের সহযোগিতায় 31 জন রক্ত দাতা এই রক্ত দান উৎসবে রক্ত দান করেন । সরকারী সব নিয়ম মেনে সকলের মধ্যে দূরত্ব বজায় রেখে এগরা পৌরসভায় রক্ত দান উৎসব অনুষ্টিত হয় । ওই দিন এগরা শহর তৃনমূল কার্যালয় থেকে প্রায় 50 জন কে মাস্ক বিতরণ সহ বিভিন্ন আনাজ ও ফল হাতে তুলে দেন শহর সভাপতি জয়ন্ত সাহু ও দলীয় নেতৃত্ব ও কর্মী বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ