এগরার উইকেয়ারের পক্ষ থেকে শব্জি বিক্রেতাসহ পথ চলতি মানুষ, রাস্তার ভব ঘুরে মানুষের জন্য ছাতুর সরবত

 এগরার উইকেয়ারের পক্ষ থেকে শব্জি বিক্রেতাসহ পথ চলতি মানুষ, রাস্তার ভব ঘুরে মানুষের জন্য ছাতুর সরবত

সৌমেন সেন:: এগরা:পূর্ব মেদিনীপুর:- একটি স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ব মেদিনীপুর এর “এগরা উই কেয়ার”। বিভিন্ন কল্যাণমূলক কাজে নিয়োজিত এই সংস্থা।
কখনো দরিদ্র পরিবারের দায়িত্ব, কখনো পথের পশু পাখিদের খাদ্য পরিবেশন, আবার করোনা মহমারির সময় হোম মেড স্যানিটাইজার বিতরনের দেখা মিলেছে এই সংস্থার কর্মিদের, এবার দেখা মিল্লো তাদের অন্য ধরনের ভাবনা, এই করোনা মহামারির সময় যারা নিজের সংসারে দুমুঠো খাদ্যের যোগানের জন্য ও সবার কথা ভেবে এই তীব্র গরমে বাজার নিয়ে বসছে তাদের, ও পথের ধারে ফল বিক্রেতাসহ পথ চলতি মানুষ, রাস্তার ভব ঘুরে মানুষের জন্য ছাতুর সরবত খাওয়ানো উদ্যোগ গ্রহন করে।
সংস্থার সভাপতি উজ্জ্বয়িনী ব‍্যানার্জী বলেন ক্ষুদ্র ক্ষমতা নিয়ে এই সংকটময় পরিস্থিতি তে আমরা প্রতি নিয়ত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি,পাশে থাকুন আপনারা।
তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাধুবাদ জানান শহরবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ