শিগগিরই বিয়ের পিঁড়িতে আদিত্য নারায়ন জানেন

পাত্রীকে দিন কয়েক আগে নেহা কক্করের বিয়ের খবর শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট পাড়ায় নেহা কক্করের পর এবার আদিত্য নারায়ন ,জানা গেছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ন, কিন্তু পাত্রীকে জানা গিয়েছে দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগারওয়াল কেই বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ন ,
জানা গেছে এই বছর নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই শ্বেতা আগারওয়াল এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আদিত্য নারায়ন, ইতিমধ্যেই দুই পরিবারের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, প্রসঙ্গত 2010 সালে সাপিত এর সেট থেকেই সে তার সঙ্গে আদিত্যর আলাপ সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, এবার সেই বন্ধুত্বের সম্পর্ক তারা শুভ পরিণাম দিতে চলেছেন বলেই জানা গিয়েছে ,এদিকে গত বছর একটি রিয়েলিটি শোতে আদিত্য নেহার বিয়ে নিয়ে জল্পনা উঠেছিল ,যদিও পরে জানা যায় সম্পূর্ণটাই টিআরপি বাড়ানোর জন্য গল্প বাধা হয়েছিল ,এদিকে চলতি মাসের রোহন প্রীত সিং এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে নেহা, দিল্লিতে বিয়ের আয়োজন করা হয়েছে বলে খবর তবে করোনা আবহের জাঁকজমক নয় কাছের আত্মীয়দের নিয়েই হচ্ছে বিয়ের অনুষ্ঠান,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ