রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার গোধোনপাড়া বাশপাড়া এলাকার দুই পক্ষের মধ্যে বোমাবাজি চলে সেখানেই গুরুতর আহত একব্যক্তি নাম সিরাজুল ইসলাম(৩২)।
যদিও দুই পক্ষের দাবি তারা রাণীনগর ব্লক সভাপতি শাহ আলম সঙ্গে দল করেন। তবে এখন এক পক্ষ শাহ আলমের সাথে আর নেই বলে পরিবারের সূত্রের খবর।আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে শাহ আলম বনাম দিদার বক্স মন্ডল।এই ঘটনায় দুই পক্ষের পরিবারে সকলে পলাতক।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে হাজির হয়েছেন সহকারী পুলিশ সুপার,ডোমকল মহকুমার এসডিপিও, সি আই ,ডোমকল থানার ভারপ্রাপ্ত অধিকারিক , বিশাল পুলিশ বাহিনী সহ রানিনগর থানার বিশাল পুলিশবাহিনী । এই ঘটনায় এখনও কাওকে আটক করেনি ।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official