লকডাউনের সচেতনতা অবলম্বন করে বিয়ে বীরভূমে

লকডাউনের সচেতনতা অবলম্বন করে বিয়ে বীরভূমে

 লকডাউনের আগেই হয়েছিল রেজস্ট্রি, আর বিয়ের লগ্ন পত্র। তাই পুর্ব নির্ধারিত দিনই অনুষ্টান না করে এই সরকারির লগডাউন নির্দেশ মেনেই বানিওর গ্রামের এক ফাঁকা মাঠে কালি মন্দিরে দেওয়া হলো বিয়ে। উভয় পক্ষের পাঁচজন করে উপস্থিত থেকে পাত্র ও পাত্রী মুখে মাস্ক পড়ে পুরহিতের মাধ্যমে করা হলো বিয়ে। পাত্র প্রভাস সাউ ও পাত্রী রনিকা সাউ, মেয়ের বাড়ি বানিওর গ্রামে ও ছেলের বাড়ি বৌধরা গ্রামে।

বিয়ের দিন স্থির ছিলো সকলকে সেটা জানানো হয়ে গেছিলো, তাই বিয়ের কোন আয়োজন না করে নিয়ম মেনে মন্দিরেই মন্দিরে বিয়ে, প্রশাসনিক অনুমতি নিয়েই। তাদের এই সচেতনতা অবলম্বন করে বিয়ে করায় খুশি এলাকার মানুষ থেকে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ