আন্দোলনের চাপে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহাকুমার অন্তর্গত একাধিক স্কুলে আবেদনকারী ছাত্রছাত্রীদের ভর্তি ফি মুকুব

অল ইন্ডিয়া ডিএসও'র আন্দোলনের জয়- এআইডিএসও ছাত্র সংগঠনের ধারাবাহিক আন্দোলনের চাপে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহাকুমার অন্তর্গত একাধিক স্কুলে আবেদনকারী ছাত্রছাত্রীদের ভর্তি ফি মুকুব, বর্ধিত ভর্তি ফি ফেরত দিতে বাধ্য হল স্কুল কর্তৃপক্ষ । ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায় করোনা লকডাউন পরিস্থিতিতে দু'বছর ধরে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুল সরকারি নির্ধারিত ফি এর বাইরে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি আদায় করছে । একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সমস্ত ছাত্রের অতিরিক্ত টাকা ফেরত, আবেদনকারী ছাত্র-ছাত্রীদের সমস্ত ফি মুকুব করে ভর্তির সুযোগ করার দাবিতে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ফরম ফিলাপ ফি ফেরতের দাবিতে ডিএসও এর পক্ষ থেকে লাগাতার আন্দোলন চলছে । ইতিমধ্যেই জেলার বিভিন্ন সার্কেলে এস আই অফ স্কুলের নিকট এই দাবিগুলোর ভিত্তিতে বিভিন্ন স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ডেপুটেশন কর্মসূচি পালিত হয়েছে । বিভিন্ন স্কুলে স্কুলে এআইডিএসও এর উদ্যোগে ছাত্র অভিভাবক সংগ্রাম কমিটি গঠন করে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলছে । সেই আন্দোলনের চাপে এগরা মহাকুমার অন্তর্গত বিভিন্ন স্কুলে আন্দোলনের জয় হয়েছে বলে ডিএসও ছাত্র সংগঠনের দাবী । বালিঘাই হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত ও নিউট্রেশন সাবজেক্ট যাদের আছে তাদের কাছ থেকে ভর্তি ফি 1080 টাকা করে তোলার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে । যাকে কেন্দ্র করে ডিএসও এর উদ্যোগে ছাত্র অভিভাবক সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন গড়ে ওঠে । কমিটির পক্ষ থেকে বিডিও'র কাছে বর্ধিত ফি মুকুবের দাবিতে লিখিত আবেদন জমা দেয়া হয় । যার ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ মাত্র 100 টাকা কনসেশন করে এবং নোটিশ জারি করেছে ছাত্র-ছাত্রীদের 360 টাকা করে ভর্তি হতে বাকি 620 টাকা পরে সামর্থ্য অনুযায়ী নেবে । কিন্তু এই লকডাউন অর্থনৈতিক সংকটে অভিভাবকরা জানায় 240 টাকার বেশি তারা ভর্তি হতে পারবে না । এই দাবির ভিত্তিতে কমিটির পক্ষ থেকে গতকাল এসআই-এস এর সঙ্গে দেখা করে 240 টাকায় ভর্তির লিখিত আবেদন জমা দেন । ধারাবাহিক আন্দোলনের চাপে আজ বালিঘাই হাইস্কুলের স্কুলকর্তৃপক্ষ 240 টাকা করে নিয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি করাতে বাধ্য হয় । এছাড়াও আন্দোলনের চাপে ছত্রি হাইস্কুলে আবেদনকারী ছাত্র দের কাছ থেকে 150 টাকা, কেউটগেড়িয়া হাইস্কুলে 100 এবং দক্ষিণচক হাইস্কুল 240 টাকার অতিরিক্ত ফি ফেরত দেওয়ার ঘোষণা করেছে ।



 ডিএসও ছাত্র সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সঞ্জয় ওঝা বলেন - " আমরা সারা রাজ্য জুড়ে শিক্ষা নানান দাবিতে আন্দোলন গড়ে তুলছি । সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু, আন্দোলনকারীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করা, শিক্ষায় সর্বস্তরে ফি মুকুব সহ 6 দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি গৃহীত হয়েছে । গোটা জেলা জুড়ে আন্দোলনের জোয়ার সৃষ্টি হওয়ার কারণে স্কুলে স্কুলে আন্দোলনের জয় হচ্ছে। কিন্তু আমাদের আশঙ্কা স্কুল কর্তৃপক্ষ এরপরে নানান কারণ দেখিয়ে চাপ সৃষ্টি করে এমনকি মার্কশিট আটকে রেখে অতিরিক্ত টাকা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তুলতে পারে । এমনিতে ছাত্র-ছাত্রীদের একটা অংশের আশঙ্কা প্র্যাকটিক্যাল এর নাম্বার স্কুল থেকে কমিয়ে দিতে পারে । তাই স্কুলের যেকোনো রকম হঠকারী সিদ্ধান্তকে মোকাবিলা করতে গেলে একমাত্র চাই ছাত্র অভিভাবক সংগ্রাম কমিটি । যার ভিত্তিতে ছাত্রস্বার্থ বিরোধী স্কুলের যেকোন সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তুলে একে আটকানো যাবে । ছাত্র স্বার্থে গড়ে ওঠা যেকোনো আন্দোলনে আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবরকম সাহায্য করবো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ