কালবৈশাখী ঝড়ের তান্ডবে বাড়ি চাপা পড়ে পূর্ব মেদিনীপুরে মৃত ১ মেদিনীপুর:- করোনা লকডাউনের মধ্যেই শনিবার রাতে ঝড়ে তছনছ হলো পূর্ব মেদিনীপুরের খেজুরি সহ বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তাণ্ডবে খেজুরিতে বাড়ি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। খেজুরি -১ ব্লকের টিকাশি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা অমূল্য প্রধান (৫৮)নিজের বাড়ির উঠোনে বসেছিলেন।
ঝড়ের দমকা হাওয়ায় আচমকাই তাঁর বাড়ির ওপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। ভেঙেপড়া গাছের চাপে বাড়ির একাংশ ভেঙে পড়লে তার তলায় পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খেজুরির পাশাপাশি জেলার অন্যান্য অংশেও ঝড়ের দাপট ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। জেলার সমুদ্র এবং নদী উপকুলবর্তী অঞ্চলে ঝড়ের তান্ডবে বেশকিছু গাছ ও ইলেকট্রিক খুঁটি ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। বৈদ্যুতিক তারও ছিঁড়ে গিয়েছে বহু এলাকায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে বেশ কিছু অঞ্চল।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official