না ছুঁলেও বাজবে কলিং বেল, করোনা থেকে বাঁচতে অভিনব উদ্যোগ পড়ুয়ার

না ছুঁলেও বাজবে কলিং বেল, করোনা থেকে বাঁচতে অভিনব উদ্যোগ পড়ুয়ার


 স্পর্শ করার দরকার নেই। মানুষের উপস্থিতি ঠিক টের পেয়ে যাবে এই ডোর বেল। দরজার কাছাকাছি গেলেই বেজে উঠবে। করোনা থেকে বাঁচতে এমন কলিং বেল বানিয়ে ফেলল দিল্লির একাদশ শ্রেণির এক পড়ুয়া। নাম সার্থক জৈন। নয়া দিল্লির শালিমার বাগের বাসিন্দা। মডার্ন পাবলিক স্কুলের একাদশ শ্রেণির এই পড়ুয়া জানিয়েছে, এই ভাইরাস যে কোনও পদার্থের উপরেই বেঁচে থাকতে পারে। তাহলে কলিং বেলই বা বাদ যাবে কেন। লকডাউন উঠলে যখন আবার মানুষজনের যাতায়াত শুরু হবে, তখন বারে বারেই কলিং বেল হাত দিয়ে স্পর্শ করতে হবে। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। এই ঝুঁকি কমাতেই এমন সেন্সর কলিং বেলের ভাবনা, বলেছে সার্থক। লকডাউনের বাজারে হাতের কাছে যা ছিল সেই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়েছে এমন ডোর বেল। ৩০ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে কোনও মানুষের অস্তিত্ব বুঝলেই বেজে উঠবে এই বেল। সার্থক বলেছে, ২ দিন সময় লেগেছে এমন সেন্সর বেলের ডিজাইন বানাতে। তবে লকডাউন খোলার পরে এর উপর আরও অনেক কাজ বলে জানিয়েছে ষোলোর তরুণ। বেলের সেন্সর সিস্টেমকে আরও গড়েপিঠে নেওয়া হবে। নিজেদের জন্য শুধু নয়, পাড়া, প্রতিদেশী সকলের সুবিধার জন্যই এমন বেল বানাবে সে।



'এই ভাইরাসকে ঠেকাতে গেলে সোশ্যাল ডিস্টেসিং খুবই জরুরি। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় দেখেছি কীভাবে বারে বারে স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, নিজেকে ও নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। সামাজিক দূরত্বের ভাবনা থেকেই এমন বেল বানানোর চিন্তা আমার মাথায় আসে,' বলেছে সার্থক। বিজ্ঞানীরা বলেছেন, যে কোনও পদার্থের উপরে ভাইরাস অনেকদিন অবধি বেঁচে থাকতে পারে। পদার্থ যদি মসৃণ হয় তাহলে চার-সাত দিন বেঁচে থাকতে পারে ভাইরাস ড্রপলেট। প্লাস্টিক, ফেস-মাস্কের উপরে কম করেও সাতদিন থেকে যায় ভাইরাস। কাঠ বা অমসৃণ পদার্থের উপরে চারদিন অবধি ভাইরাসকে টিকে থাকতে দেখা গেছে। সার্থক বলেছে, কলিং বেল বা এই জাতীয় বস্তুর উপরে অনেক মানুষের হাতের স্পর্শ থেকে যায়। সেখান থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থেকেই যায়। কিন্তু এমন সেন্সর বেলে আর হাত দিয়ে স্পর্শ করার প্রয়োজন হবে না। সার্থকের তৈরি বেল সত্যিই সার্থক হয়েছে। স্কুলে তার প্রশংসায় পঞ্চমুখ শিক্ষক শিক্ষিকারা। লকডাউনের পরে এমন বেলের অর্ডার দিয়ে রেখেছেন অনেকেই।

তথ্য:-THE WALL

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ