এসো মা লক্ষ্মী নীতা কবি


এসো মা লক্ষ্মী
নীতা কবি
লক্ষী আমাদের শান্ত শিষ্ট সুন্দর এক মেয়ে
তাঁর প্রসাদেই খাই আমরা ভাতটুকু ঘি দিয়ে
"এসো মা লক্ষী বসো" বলে আহ্বান করি তাঁকে
কোজাগরীতে আলপনা দিয়ে বরণ করি "মা" কে।

ঠাম্মা বলেন লক্ষী নাকি দেখেন ঘুরে ঘুরে
যার বাড়ীতেই প্রদীপ জ্বলে থাকেন যে তার ঘরে
আলো ঝলমল পূর্ণিমা রাত, স্বপ্নের দেশ যেন
মায়ের প্রসাদ বর্ষণ হয় মনে প্রাণে মেনো।

দূর্গা পূজো শেষ হলো যে,লক্ষীর পূজো হবে
এই নিয়েই তো গেরস্থ ঘর ব‍্যস্ত থাকেন সবে
বাদ‍্যি, ঘণ্টা, কাঁসর কিছুই চান না আমার মা
নিষ্ঠা আর ভক্তি দিয়েই সাধন করে যা।

ধনের দেবী, রূপের দেবী, সুখের দেবী যিনি
লক্ষী নামেই শান্তির বাস, মঙ্গলময়ী তিনি
ধনের পিছে ছুটে বেড়ায় মর্ত‍্যবাসী যত
সৎকর্মে অর্জন করো, নাও সৎ জীবনের ব্রত।

লক্ষী আর নারায়ণের যুগল আরাধনায়
ঘটের পূজোয়, পটের পূজোয় ব‍্যস্ত থাকে সবাই
সবার শেষে তোমার কাছে এই প্রার্থনা করি
সবার মুখে অন্ন জোগাও মা গো সুরেশ্বরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ