আমি কন্যাশ্রী/ সুব্রত ভট্টাচার্য (ঋকতান)

আমি প্রগতি ,আমি কন্যাশ্রী
সুব্রত ভট্টাচার্য (ঋক তান)
 
কিসের দুঃখ,কিসের শোক 
কিসের কান্নাকাটি 
কন্যা হয়ে জন্মেছি বলে 
এ নিয়ম নয় খাঁটি।।

পুত্র বলে সে সব সুখ 
পাবে মাতৃ কোলে 
কন্যা আমি ভাগ্য হীনা 
ভাসবো দুঃখের অনলে ।।

জন্মেছি আমি বাংলার কোলে 
জন্ম বৃথা নয়
জগৎ পার্থিব সব সুখ নেবো
এমন ভাবনা হয়।।

কন্যা বলে চোখ বেঁকিয়ে 
বাজায় যারা বিন
সমাজপতি, কুমন্ত্রণা হায়রে 
নেই নেই সে আর দিন।।

স্কুল কলেজে পড়বো আমি 
প্রহসনের দিন শেষ
আমার দিকে তাকিয়ে দেখে
বলে সবাই বেশ বেশ।।

শিখবো, পড়বো,খেলবো,হাসবো
চাই আমার সবটা
বিয়ের পিঁড়িতে বসবো না আর 
এগিয়ে চলছে দেশটা।।

কান্না ভুলে আওয়াজ তোলো
বাল্য বিবাহ করবো না
মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে
আমরা ভয় করবো না।।

সবুজ সাথীর রথে চড়ে 
চলবো আমরা সমুখপানে
বিকশিত হোক প্রাণ চঞ্চল 
মেলবো ডানা অচিন উড়ানে।।

রাঙা মাটির পথ ধরে
ছুটবো আমরা সাইকেলে 
মাঠভর্তি পাকধানের আলপথ 
একে একে পিছুন ফেলে।।

কন্যা ভ্রূণ হত্যা আর
নারী নির্যাতন বন্ধ
সবুজ ঘেরা সোনার বাংলা
সমাজ পতিরা আজ অন্ধ।।

শিক্ষা আমার জন্মগত অধিকার
প্রশাসন আজ এগিয়ে গেছে  
কেহ যদি না আসে ,তবে
কন্যাশ্রী সাথে আছে।।

মুক্তমনে এলোরে সুদিন 
অজস্র রঙের ফুলে 
আজ কন্যারা পাবে এবার
সব কিছু অনুকূলে।।

মনের মধ্যে উঁকি মারে 
কন্যাশ্রীর আলো 
সব কন্যার বুকে আজ
আশার আলো জ্বালো।।

শিক্ষা, দীক্ষা সাহস ভরসা 
ভরে তাদের বুক
সব ঘরেতেই আজ কন্যাশ্রী 
সকল কন্যার সুখ ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ