সোমবার সকাল থেকেই কোন কিছুর স্বাদ, গন্ধ পাচ্ছিলেন না নীল। করোনা উপসর্গের কথা মাথায় রেখে শুটিং থেকে ফিরেই সিদ্ধান্ত নেন টেস্ট করার। রিপোর্ট পজিটিভ আসে ।অভিনেতা জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দিয়েছে। এরপরেই নিজেকে বাড়িতে কোয়ারেন্টাইন করে নেন নীল।
সোমবার অভিনেতা নীলের ক্লোজ শটের শুটিং ছিল বলে জানা গেছে। আপাতত শুটিং সেট থেকে নীলের ছুটি।তাই অন্য অভিনেতাদের কোয়ারান্টিনে রাখা হচ্ছে না৷তবে শুট চালু থাকছে। কৃষ্ণকলির শ্যামা অর্থাৎ তিয়াসা কাজ চালিয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official