আজ বৃহস্পতিবার প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুটা ভাল আছেন বিগত চার দিনের তুলনায়।
রক্তচাপ নিয়ন্ত্রিত। ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা। জ্বর না থাকলেও, স্নায়বিক সমস্যা রয়েছে। কমেছে হিমোগ্লোহবিনের মাত্রা। কিছুটা ভাল থাকলেও, এখনও তিনি সঙ্কটমুক্ত নন বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। কিডনি বিশেষজ্ঞরা কয়েকটি ডায়ালিসিস-এর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তাঁর প্রথম দফার ডায়ালিসিস হয়ে গিয়েছে। আজ, দ্বিতীয় দফার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল টিম। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমাতে ২ থেকে ৩ বার ডায়ালিসিস হতে পারে। স্নায়বিক সমস্যায় বিশেষজ্ঞরা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। তিনি চোখ খোলার চেষ্টা করছেন। কিডনির সমস্যা ধরা পড়লেও, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আপতত স্বাভাবিক ভাবে কাজ করছে।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official