পূর্ব মেদিনীপুর:এগরা:সৌমেন সেন:-
করোনা মকাবিলায় লকডাউন চললেও ব্যাঙ্ক, অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশ গাড়ি এই অত্যাবশ্যকীয় যানবাহন গুলি চালু রয়েছে। লকডাউন অল্প শিথিল হওয়ার কিছুদিনের মধ্যেই পথ দুর্ঘটনা দেখা গেলো।
হঠাৎ করে ঔ টাকা ভর্তি ব্যাঙ্কের গাড়িতে আগুন লেগে যায়। ও রাস্তায় ওপর জ্বলতে থাকে।স্থানীয় বাসিন্দারা দমকল দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় দেবু মন্ডল নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান,ওনার পিতার নাম অশোক মন্ডল। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও তিনজন। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহায়তায় দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তিদের কাঁথি মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে আরো একজন ব্যক্তির মৃত্যু ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী।
এই ঘটনায় কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল বিঘ্নিত হলে ।
কাঁথি থানার পুলিশের তৎপরতার তা দ্রুত স্বাভাবিক করা হয়েছে।
করোনা মকাবিলায় লকডাউন চললেও ব্যাঙ্ক, অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশ গাড়ি এই অত্যাবশ্যকীয় যানবাহন গুলি চালু রয়েছে। লকডাউন অল্প শিথিল হওয়ার কিছুদিনের মধ্যেই পথ দুর্ঘটনা দেখা গেলো।

দুর্ঘটনাটি ঘটেছে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে কাঁথি মারিশদা থানার গয়াগিরির এলাকায়। বৃহস্পতিবার বিকেল তিনটে পনের নাগাদ । একটি বাইকে চেপে তিন বন্ধু কাঁথি থেকে মারিশদার দিকে যাচ্ছিল। একটি টাকা ভর্তি ব্যাঙ্কের গাড়ি একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।হঠাৎ করে ঔ টাকা ভর্তি ব্যাঙ্কের গাড়িতে আগুন লেগে যায়। ও রাস্তায় ওপর জ্বলতে থাকে।স্থানীয় বাসিন্দারা দমকল দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় দেবু মন্ডল নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান,ওনার পিতার নাম অশোক মন্ডল। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও তিনজন। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহায়তায় দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তিদের কাঁথি মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে আরো একজন ব্যক্তির মৃত্যু ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী।
এই ঘটনায় কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল বিঘ্নিত হলে ।
কাঁথি থানার পুলিশের তৎপরতার তা দ্রুত স্বাভাবিক করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official