পরে দেখা গেছে এই অভিযোগ একেবারেই মিথ্যে নয়। তেহট্টের পুরোহিতদের অভিযোগ, তালিকায় বহু পুরনো মন্দিরের পুরোহিতদের নাম না থাকলেও নাম রয়েছে জেলা পরিষদ সদস্য টিনা সাহা, স্বামী নিলয় সাহার। এছাড়া তালিকায় ঘোষ, সরকার, বিশ্বাস পদবির ব্যক্তিদেরও নাম রয়েছে। অন্যদিকে,তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিও অচ্যূতানন্দ পাঠক এরূপ অভিযোগ পাওয়ার পর তা স্বীকার করেছেন। তিনি বলেন, তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে। নথি পরীক্ষা করে যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া হবে। ঘটনা প্রসঙ্গে চাপে পড়ে দায় এড়াতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন টিনা সাহা। তাঁর দাবি, ‘দলেরই কেউ চক্রান্ত করে আমার স্বামীর নাম তালিকায় ঢুকিয়েছে। আমরা ব্রাহ্মণ নই। তালিকায় আমার স্বামীর নাম থাকার কথা নয়। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাবো।’
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official