বর্তমান সমাজ //লেখক -অনুপ কুমার সাহা

                  বর্তমান সমাজ
                    অনুপ কুমার সাহা

জীবন যুদ্ধে নিয়তির আশীর্বাদে রয়েছি মোরা বেঁচে।
কেউ রয়েছি গৃহে ,কেউ বা অসহায়ভাবে খোলা আকাশের নীচে।।
জীবনে চলার পথে, আসছে একের পর এক বিপদ।
করোনা ও আমফানের পর নয় মোরা কেউ নিরাপদ।।
জল,বিদ্যুৎ,অন্ন নিয়ে সমাজে চলছে দুর্ভোগ।
বাঁচার উপায় না পেয়ে বাধ্য হয়ে অসহায় মানুষজন দেখাচ্ছে বিক্ষোভ।।
আমফানের ঝড়ে সাজানো বসুন্ধরা এক নিমেষে হয়ে গেল লন্ডভন্ড।
অসহায় সর্বহারা মানুষরাই হলো সমাজের মূল মেরুদন্ড।।
 সঙ্কটের মুহূর্তে সমাজ আজ বড় অসহায়।
মুক্ত করো ভয়,মনের মাঝে শক্তি ধরো - নিজেকে করো জয়।।
ফিরে পাবো কবে আবার সেই সুন্দর স্বাভাবিক জীবন।
অসহায় মানুষের দিন কাটছে কোনোরকম,তাদের নিকট থাকা আজ খুব প্রয়োজন।।
জগৎ সংসারে নিরীহ মানুষ জীবন বাঁচাতে দিচ্ছে অগ্নিপরীক্ষা।
অসহায় দীন দুঃখীদের জীবন আজ নিঃস্ব, প্রকৃতি দিলো বড় শিক্ষা।।
নতুন ভাবে বাঁচতে করতে হবে চিন্তন।
অসহায় সমাজ উঠবে জেগে করবো মোরা উন্নয়ন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ