পরিযায়ী/অনুপ কুমার সাহা

         পরিযায়ী
    অনুপ কুমার সাহা

ভাগ্য দোষে সমাজ নাম দিয়েছে পরিযায়ী।
 করোনা মহামারী থেকে বাঁচতে আমরাও চলছি সরকারী নিয়ম অনুযায়ী।।

কাজের সন্ধানে স্বজন- পরিবার ছেড়ে রয়েছি মোরা দূর-বহুদূরে।
আত্মীয় স্বজনের কথা মনে পড়লে অশ্রু ঝড়ে দুনয়ন ভরে।।

মানুষ হয়ে জন্মেছি নেই যে হাতে কোনো কাজ।
তাই দেশ-দেশান্তর পাড়ি দিতে করি না কোনো লাজ।।

গরীব পরিবারে জন্ম নেওয়া এটা কি কোনো পাপ।
দুঃখ-কষ্ট জীবন মোদের জানিনা কার এই অভিশাপ।।

সুখের সাথী সবাই হয়,দুঃখের সময় থাকে না কেউ পাশে।
এ কেমন সৃষ্টি বিধাতার বিপদ যখন আসে।।

নতুন ভারত গড়তে পরিযায়ী হয়েও করে চলেছি পরিশ্রম।
ইতিহাস রচিত হলে জানি রইবে না মোদের কারো নাম।।

কর্ম করে খাবো মোরা করবো নাকো চুরি।
সমাজকে সুখী রাখতে তবু কষ্ট করতে পারি।।

দুঃখ কষ্টে চলার পথে আজ হয়েছি অসহায়।
লক ডাউনে আটকে রয়েছি লাগছে বড্ড নিঃসহায়।।

খবরের শিরোনাম আর চর্চা চলছে দেশ-রাজ্য জুড়ে।
সহায় সম্বলহীন পরিযায়ী মোরা ফিরবো কেমন করে।।

দুহাত জুড়ে করছি আবেদন স্বদেশ মোরা ফিরতে চাই।
ধৰ্য্য ধরে অপেক্ষা করছি সরকারি ব্যবস্থার আশায়।।

লক্ষ লক্ষ মানুষ কেন হলো পরিযায়ী।
সবাই একটু ভেবে দেখুন এর জন্য কে বা কারা দায়ী।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ