সৌমেন সেন:এগরা- করোনা ভাইরাসের আক্রমনের ফলে হসপিটাল ও নার্সিং হোম গুলিতে প্রচুর রক্তের প্রয়োজন পড়ছে, এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে রক্তের অভাব দেখা দিচ্ছে। রক্তের যোগান দিতে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের এগরা সহ খাগদা,বালিঘাই,মহাবিশ্রা,খাড়,
কুদি ,বরিদাও পটাশপু্র এবং পশ্চিম মেদিনীপুরের জাহালদায় অসহায় ১৫০ টি পরিবারের হাতে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী এবং মাস্ক ,সাবান তুলে দেওয়া হয়।
২৪ দফা খাদ্যসামগ্রীর পাশাপাশি এগরা ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য তাই লকডাউনে এক মুমুর্ষ রোগীকে রক্তের চাহিদা মেটাতে উইকেয়ার সংস্থা তাদের কল অন ব্লাড ডোনার প্রকল্পের মাধ্যমে A+ ব্লাডের জোগান দিতে এগিয়ে আসে ।
লকডাউনে অসহায় মানুষদের জীবনদায়ী ওষুধের জোগান দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করে চলেছে এই সংগঠন।
সংস্থার সহ সম্পাদক ও সহ সভাপতি জানান মানুষের পাশে উই কেয়ার সব সময় ছিল এবং আগামীদিনে থাকার চেষ্টা করবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উই কেয়ার স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের এগরা সহ খাগদা,বালিঘাই,মহাবিশ্রা,খাড়,
কুদি ,বরিদাও পটাশপু্র এবং পশ্চিম মেদিনীপুরের জাহালদায় অসহায় ১৫০ টি পরিবারের হাতে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী এবং মাস্ক ,সাবান তুলে দেওয়া হয়।
২৪ দফা খাদ্যসামগ্রীর পাশাপাশি এগরা ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য তাই লকডাউনে এক মুমুর্ষ রোগীকে রক্তের চাহিদা মেটাতে উইকেয়ার সংস্থা তাদের কল অন ব্লাড ডোনার প্রকল্পের মাধ্যমে A+ ব্লাডের জোগান দিতে এগিয়ে আসে ।
লকডাউনে অসহায় মানুষদের জীবনদায়ী ওষুধের জোগান দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করে চলেছে এই সংগঠন।
সংস্থার সহ সম্পাদক ও সহ সভাপতি জানান মানুষের পাশে উই কেয়ার সব সময় ছিল এবং আগামীদিনে থাকার চেষ্টা করবে।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official