শ্রমিকদের ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা সমীর কুমার পাঁজা মহাশয়ের

রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাঁজা মহোদয়ের পৌরহিত্যে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের BDO রামজীবন হাঁসদা ,পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা , কৃষি আধিকারিক গৌতম সামুই, সকল কর্ম্যাধক্ষগন ও প্রধানদের নিয়ে MGNREGA,

বাংলা আবাস যোজনা , বাংলা সড়ক যোজনা ,জয় বাংলা, কিষান ক্রেডিট কার্ড ও গ্রামীণ অর্থনীতির সশক্তিকরণ সহ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উদয়নারায়ণপুরে আগত পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত এই সকল  গুরুত্ত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল |
পাশাপাশি সুপার কৌশিক সাউ , BMOH অভিজিৎ ভট্টাচার্য , উদয়নারায়ণপুর থানা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক (OC) মৌমন চক্রবর্তী কে নিয়ে আগামীকাল থেকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে  উদয়নারায়ণপুরবাসীর কথা ভেবে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত গ্রহণ করলেন উদয়নারায়ণপুরবাসীর অধিকার নিশ্চিত করার কারিগর মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের তন্তজ'র ভাইস চেয়ারম্যান শ্রী সমীর কুমার পাঁজা মহোদয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ