সৌমেন সেন:এগরা - পশ্চিমবঙ্গের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের শ্রীজীব কুমার মিশ্র (৫০) নামে এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায় ৷
অসুস্থ বোধ করায় পরিবারের লোকেরা বুধবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করে ওই যুবককে ।বৃহস্পতিবার সেখানেই লালারস সংগ্রহ করা হয়েছিলো।শুক্রবারে ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। যানাগেছে ঔ যুবক ক্যানেলপাড়, কাঁথির সুবিমল গিরি নামের এক প্রাইভেট শিক্ষকের বাসায় ভাড়া থাকেন ।ওই আক্রান্ত ব্যক্তি পেশাগত ভাবে গৃহ শিক্ষকতার কাজ করলেও বিভিন্ন সময় পুজো অর্চনা ও করতে যেতেন। জেলার মুখ্য স্বাস্থ্য সচিব ডাক্তার সুব্রত রায় ওই যুবকের কোরোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন।
সেই খবর কাঁথির ক্যানেলপাড় এলাকার বাসিন্দারা জানতে পারেন ।
তারপরেই দ্রুত গতিতে ছড়াতে থাকে এই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার খবর।
জানা গেছে কাঁথির ক্যানেলপাড় এলাকায় পরিবার নিয়ে থাকলেও এই যুবকের আসল বাড়ি কাঁথি-১ ব্লকের বালিয়াপুর দামোদরপুরে।
অসুস্থ বোধ করায় পরিবারের লোকেরা বুধবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করে ওই যুবককে ।বৃহস্পতিবার সেখানেই লালারস সংগ্রহ করা হয়েছিলো।শুক্রবারে ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। যানাগেছে ঔ যুবক ক্যানেলপাড়, কাঁথির সুবিমল গিরি নামের এক প্রাইভেট শিক্ষকের বাসায় ভাড়া থাকেন ।ওই আক্রান্ত ব্যক্তি পেশাগত ভাবে গৃহ শিক্ষকতার কাজ করলেও বিভিন্ন সময় পুজো অর্চনা ও করতে যেতেন। জেলার মুখ্য স্বাস্থ্য সচিব ডাক্তার সুব্রত রায় ওই যুবকের কোরোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন।
সেই খবর কাঁথির ক্যানেলপাড় এলাকার বাসিন্দারা জানতে পারেন ।
তারপরেই দ্রুত গতিতে ছড়াতে থাকে এই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার খবর।
জানা গেছে কাঁথির ক্যানেলপাড় এলাকায় পরিবার নিয়ে থাকলেও এই যুবকের আসল বাড়ি কাঁথি-১ ব্লকের বালিয়াপুর দামোদরপুরে।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official