হাওড়া স্টেশনে তুলকালাম

স্টাফ স্পেশাল ট্রেন স্থানীয় যাত্রীদের না উঠতে দেওয়া নিয়ে রেল পুলিশের লাঠি চার্জ। সকাল থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল যে ট্রেন তো সরকারি কেনো তাহলে স্টাফ স্পেশাল ট্রেন উঠতে দেওয়া হবে না । 
আড়াই ঘন্টা বিক্ষোভ দেখানোর পরে স্টেশনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করলে রেল পুলিশ ও জি আর সি বিশাল বাহিনী নিয়ে আসে ও লাঠি চার্জ শুরু করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। এই লাঠি চার্জে র ফলে কয়েক শ যাত্রী আহত হন। মহিলা যাত্রীও আহত হন এখনো পরিবেশ বেশ গরম হতে রয়েছে। স্থানীয় ট্রেন চালানো নিয়ে বহু বিক্ষোভ বহু জায়গায় হয়েছে, 
ট্রেনে যাত্রীরা উঠতে গেলে বাঁধা দেওয়া হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে। এবার হাওড়া স্টেশন এ দেখা গেল বিক্ষোভ, রণক্ষেত্রে পরিণত হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ