পুরনো কলকাতা শহরে স্বাধীনতার আগে থেকেই এইবার 1926 সালে প্রথম মহানগরী রাস্তায় নামে সেই সময় এই শহরের রাস্তায় চললেও 1990 সালের পর থেকে কোন শহরের চাহিদা কমে যায় ,এরপর 2005 সালে কলকাতায় একেবারেই বন্ধ হয়ে যায় দোতলা বাস চলাচল, দীর্ঘ 15 বছর পর পুরনো চালু হচ্ছে এই বাস পরিষেবা ,জানা গেছে কলকাতার রাস্তায় দোতালা বাস পরিষেবা চালু হলেও তা কিন্তু মোটেই প্রতিদিনের যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হবে না ,বরং এই বাসকে মহানগরীর পর্যটনের প্রসারের জন্য ব্যাবহার করতে চলেছে রাজ্য সরকার ,সরকারের লক্ষ্য সাধারণ যাত্রী পরিবহনের বদলে পর্যটনে প্রসার ঘটানো হলে সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পরিবহন লিগম এর তবে প্রায় 90 লক্ষ টাকা খরচ করে আপাতত দুটি দোতালাবাস তৈরি করেছেন,
জানা গেছে এই বাস তৈরি হয়েছে জামশেদপুরের বে ব ক বিবি কো সংস্থা, ঝাঁ-চকচকে এই বাসটিতে আপাতত 45 টি আসন রয়েছে, তবে ধীরে ধীরে এ রাজ্যে মোট দশটি দোতালাবাস আনার পরিকল্পনা করছেন রাজ্য পরিবহণ দফতর ,এদিকে বাস দুটি যাতে রাস্তায় নামতে পারে সেই জন্য ইতিমধ্যেই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রড ট্রানস্পর্ট এর অনুমতি পেয়েছে রাজ্য পরিবহণ দফতর ,তবে কলকাতায় এই বাস বুধবার থেকে চললেও আপাতত সেটি চালানো হবে শুধুমাত্র শহর ভ্রমণের জন্য ,দুটি বাস খোলা বা ছাদ খোলা থাকবে তবে বর্ষাও চড়া গরমে ছাদে অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে আলোচনা করা হবে নির্মাণকারী সংস্থার সাথে ,এই বাসটিতে আছে একাধিক সুযোগ-সুবিধা যাত্রী সুরক্ষার জন্য বাসের ভেতরে থাকছে আগের চেয়ে বেশি চওড়া সিঁড়ি ,বাসের মধ্যে সিসি ক্যামেরা প্যানিক বাটন আরামদায়ক সিট ছবি থাকছে সেই সাথে যাতে বাইরের সবকিছু পরিষ্কার দেখা যায় সে কারণে দোতালার চারিদিকে স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে ঘেরা রয়েছে ,সব নতুন বাসের হাত ধরে স্বাধীনতার আগে কিংবা নব্বইয়ের দশকের সেই পুরনো কলকাতার রোমাঞ্চকর স্মৃতি ভবন পিপাসুদের আবারও ফিরিয়ে দেবে বলেই মনে করছে রাজ্য পরিবহন দপ্তর,,,
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official