দীঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই সুইফট ডিজার গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু হল সানু বিবি (৫৬) নামের এক মহিলার। আহত হলেন আরও ন’জন।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়ার ঠাকুনরনগর এলাকায়। মৃত ওই মহিলার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ এলাকায়। এদিন বিকেলে কলকাতা থেকে দীঘা বেড়াতে যাওয়ার সময় হঠাৎই ঠাকুরনগর এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কাঁথির দিক থেকে আসা কলকাতাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওই পর্যটকদের গাড়ির। এর পর ওই লরির পেছনে থাকা দুটি মারুতির মধ্যে সংঘর্ষ হয়।
একটি মারুতি রাস্তার পাশে নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হেঁড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পর্যটক বোঝাই গাড়ি ও লরিটি দ্রুতগতিতে থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official