দিন কয়েক আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সমস্ত কর্মসূচি বাতিল করে নিভৃতবাসে চলে গিয়েছিলেন।
শুক্রবার ১০টা নাগাদ জ্বর নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতাল ভর্তি হন দিলীপবাবু। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, ১০২ ডিগ্রি জ্বর রয়েছে দিলীপ ঘোষের। এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক।
আনলক হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করেছেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে জনসংযোগও সেরেছেন। ছিলেন দলের নবান্ন অভিযানেও।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official