যেও না চলে
রাণু সরকার
"শিউলি"বনে নূপুর পায়
কে যেন গো হেঁটে চলে যায়-
কার "বধূ গো" আলতা পায়
শিউলি তলায়-
তাকিয়ে দেখি ওই দূরেতে
কার যেন গো তরী ঘাটে
কি জানি কার তরী খানি
যায় না যেনো চলে-এখনি-
মনোযোগ দিয়ে শিউলি মালা-গাঁথছিলো বসে-
কি জানি তার হঠাৎ করে মনে-আসে-
শুধালো-যেওনা চলে ওগো মাঝি-
ভারি সুন্দর কবরীতে-সাজিয়েছি-দেখো শিউলি ফুলে-
দেখবে নাকি এসো চলে-
ইচ্ছে করে ছবি আঁকি হৃদয় মাঝে
কেউ কোন দিন পাবেনা খুঁজে-
অনেক খুঁজে পেলাম তোমায়
হৃদয়ের ঝর্ণা তলায়-
হেঁটে চলে যায় মাদলের তালে
পিছু নেয় যত হরিণের দলে-
মৃত প্রাণ যায়-হেরে ওই চোখের চাউনিতে
চোখদুটি যেন শিখী জলে ভাসে-শিশিরেতে-
চন্দ্রমা কাঁদে "শরতের" মেঘে ঢেকে গেলে,
আলতা পড়া "নূপুর" পায়ে ওগো বধূ যেওনা চলে--
শিউলি মালা সুন্দরী বৌ আমায় তুমি মাপ করে যাও,
ক্ষমা চাইছি-ও মাঝি ভাই তাড়াতাড়ি নৌকা ভিড়াও-
সুন্দরী বৌ-চলে যেনো না যায়-
আমার শিরটি রাখবো তার-আলতা পড়া নূপুর পায়।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official