করোনা আমফান কাটমানির পর; এবার শপিং মলে চুরি করে হাতেনাতে, ধরা পড়ে গেলেন তৃণমূল নেতা।
লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে; নদিয়ার কৃষ্ণনগরে। কয়েকদিন ধরেই আমফানের টাকা নিয়ে; দুর্নীতির অভিযোগ তো ছিলই; এবার বাদ গেল না শপিং মলে চুরির ঘটনাও। শাসকদলের এক কর্মীর বিরুদ্ধে; এমন অভিযোগই তুলেছে শপিং মল কর্তৃপক্ষের। সিসিটিভি-তে দেখে; ওই নেতাকে হাতেনাতে ধরেন শপিং মলের কর্মীরা।
হাতেনাতে ধরা পড়লেন তৃণমূল নেতা আশীষ দেব।
বহুজাতিক শপিং মলে এই তৃণমূল নেতার
চুরির ছবি ও ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে পড়ে গোটা রাজ্যে।
তৃণমূল নেতা আশীষ দেব আবার; রাজ্য সরকারের একটি দফতরে কর্মরত। কৃষ্ণনগর সদর হাসপাতালের পেছনে; একটি শপিং মলে গিয়ে কিছু জিনিস নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন; আশীষ দেব। চোখ এড়ায়নি শপিং মলে কর্মরত কর্মীদের। যাবার পথে পথ আটকে তল্লাশীতেই; বেড়িয়ে পরে চুরি করা কিছু জিনিস। নিজে হাতেই পকেট থেকে বের করে দেন; চুরি করা জিনিস। আর তা ভিডিও করে নিমেষের মধ্যেই; ভাইরাল করে দেওয়া হয়।
তৃণমূল নেতা ও সরকারি কর্মী আশীষ দেবের এমন আচরণে; অবাক সকলেই। একজন চাকুরিজীবি হয়ে কিভাবে; এমনটা করতে পারলেন আশীষবাবু? উঠেছে প্রশ্ন।
তৃণমূল নেতা আশীষ দেব আবার; রাজ্য সরকারের একটি দফতরে কর্মরত। কৃষ্ণনগর সদর হাসপাতালের পেছনে; একটি শপিং মলে গিয়ে কিছু জিনিস নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন; আশীষ দেব। চোখ এড়ায়নি শপিং মলে কর্মরত কর্মীদের। যাবার পথে পথ আটকে তল্লাশীতেই; বেড়িয়ে পরে চুরি করা কিছু জিনিস। নিজে হাতেই পকেট থেকে বের করে দেন; চুরি করা জিনিস। আর তা ভিডিও করে নিমেষের মধ্যেই; ভাইরাল করে দেওয়া হয়।
তৃণমূল নেতা ও সরকারি কর্মী আশীষ দেবের এমন আচরণে; অবাক সকলেই। একজন চাকুরিজীবি হয়ে কিভাবে; এমনটা করতে পারলেন আশীষবাবু? উঠেছে প্রশ্ন।

0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official