এগরা: সৌমেন সেন-
দেশের জন্য আত্মবলিদানের অগ্নিকুণ্ডে যখন হাজার হাজার তরুণের দল ঝাঁপিয়ে পড়েছে, তখন বাংলা দেখেছে এক ১৮ বছরের তরতাজা প্রাণের নির্ভিক রূপ। বাংলা দেখেছে ক্ষুদিরাম বসুকে।
গোটা ভারত দেখেছে স্বাধীনতার লড়াইয়ে এক যুবকের আত্মবলিদান। ১১ অগাস্ট ১৯০৮ সাল,
ব্রিটিশ শাসকের ফাঁসির আদেশে দেশের জন্য আত্মবলিদান করেন ক্ষুদিরাম বসু।
বিশরপুর অলস্টার ক্লাবের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিষরপুরে, মঙ্গলবার শহিদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন ও বিশ্ব মহামারী করোনার প্রকোপ থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন, ও মাক্স, স্যানিটাইজার বিতরন করা হয়।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা দমকল বিভাগের নিমাই বান্যার্জি।
মঞ্জুশ্রী গ্রামের প্রাক্তন প্রধান- তুহিনা বেগম। গ্রামের সাস্থ্য কর্মিবৃন্দ , ও বিশরপুর অলস্টার ক্লাবের সভাপতি
------মানস রঞ্জন আচার্য। সম্পাদক - মির্জা নাসের হোসেন বেগ। বিশ্যজিৎ সেন, সেক রাজা, ফিরোজ বেগ, জামসেদ, গৌরাঙ্গ নন্দী, অরুণ নন্দী, মদনমোহন সেন ও স্থানিয় চিকিৎসক কালিপদ মাইতি, ও অন্যান্য সদস্যবৃন্দ।
এগরা দমকল বিভাগের নিমাই বান্যার্জি
বিশরপুর অলস্টার ক্লাবের সভাপতি মানস রঞ্জন আচার্য ও স্থানীয় সাস্থ্য কর্মিরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করে আত্মবলিদান দিবস পালন করেন।
বিশ্ব মহামারী করোনা সচেতনতা নিয়ে বিশেষ আলোচনা ও উপস্থিত সমস্ত দর্শক ও পথচলতি দুই চাকার মোটর বাইক ও সাইকেল ,রিকশা, চালক যারা মাক্স বিহিন পথে বেরিয়েছেন তাদের মাক্স ও স্যানিটাইজার বিতরন করে ঔ সেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় আশা কর্মীরা।
আশা কর্মীরা ঔ সংস্থার কাছে আবেদন করে,
করোনা মোকাবিলায় সাস্থ্য কর্মিরা যে প্রানের ঝুঁকি নিয়ে মানুষের সেবার জন্য এগিয়ে এসেছে মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিচ্ছে, কে কখন অসুস্থ হচ্ছে তার দীকে নজর রাখছে, তা সত্বেও তাদের কথা কেউ শুনছে না, তাই সংস্থা কে এই বিষয়ে সাহায্যের জন্য অনুরোধ করেছেন স্থানীয় সাস্থ্য কর্মিরা।
দেশের জন্য আত্মবলিদানের অগ্নিকুণ্ডে যখন হাজার হাজার তরুণের দল ঝাঁপিয়ে পড়েছে, তখন বাংলা দেখেছে এক ১৮ বছরের তরতাজা প্রাণের নির্ভিক রূপ। বাংলা দেখেছে ক্ষুদিরাম বসুকে।
গোটা ভারত দেখেছে স্বাধীনতার লড়াইয়ে এক যুবকের আত্মবলিদান। ১১ অগাস্ট ১৯০৮ সাল,
ব্রিটিশ শাসকের ফাঁসির আদেশে দেশের জন্য আত্মবলিদান করেন ক্ষুদিরাম বসু।
বিশরপুর অলস্টার ক্লাবের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিষরপুরে, মঙ্গলবার শহিদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন ও বিশ্ব মহামারী করোনার প্রকোপ থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন, ও মাক্স, স্যানিটাইজার বিতরন করা হয়।
ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা দমকল বিভাগের নিমাই বান্যার্জি।
মঞ্জুশ্রী গ্রামের প্রাক্তন প্রধান- তুহিনা বেগম। গ্রামের সাস্থ্য কর্মিবৃন্দ , ও বিশরপুর অলস্টার ক্লাবের সভাপতি
------মানস রঞ্জন আচার্য। সম্পাদক - মির্জা নাসের হোসেন বেগ। বিশ্যজিৎ সেন, সেক রাজা, ফিরোজ বেগ, জামসেদ, গৌরাঙ্গ নন্দী, অরুণ নন্দী, মদনমোহন সেন ও স্থানিয় চিকিৎসক কালিপদ মাইতি, ও অন্যান্য সদস্যবৃন্দ।
এগরা দমকল বিভাগের নিমাই বান্যার্জি
বিশরপুর অলস্টার ক্লাবের সভাপতি মানস রঞ্জন আচার্য ও স্থানীয় সাস্থ্য কর্মিরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করে আত্মবলিদান দিবস পালন করেন।
বিশ্ব মহামারী করোনা সচেতনতা নিয়ে বিশেষ আলোচনা ও উপস্থিত সমস্ত দর্শক ও পথচলতি দুই চাকার মোটর বাইক ও সাইকেল ,রিকশা, চালক যারা মাক্স বিহিন পথে বেরিয়েছেন তাদের মাক্স ও স্যানিটাইজার বিতরন করে ঔ সেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় আশা কর্মীরা।
আশা কর্মীরা ঔ সংস্থার কাছে আবেদন করে,
করোনা মোকাবিলায় সাস্থ্য কর্মিরা যে প্রানের ঝুঁকি নিয়ে মানুষের সেবার জন্য এগিয়ে এসেছে মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিচ্ছে, কে কখন অসুস্থ হচ্ছে তার দীকে নজর রাখছে, তা সত্বেও তাদের কথা কেউ শুনছে না, তাই সংস্থা কে এই বিষয়ে সাহায্যের জন্য অনুরোধ করেছেন স্থানীয় সাস্থ্য কর্মিরা।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official