পটাশপুর ২ নং ব্লকের পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করা হলো। পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কর্মিরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও L I C বেসরকারী করন ও কয়লা খনির বেসরকারী করনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিলমাধব দাস অধিকারী, পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রনব কর, অঞ্চল তৃণমূল সহ সভাপতি মুকুলেসুর রহমান, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্তু মাইতি, পঁচেট অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রদীপ মাইতি প্রমুখ।
এই বিক্ষোভ কর্মসূচি থেকে পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিলমাধব দাস অধিকারী কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ও তিব্র সমালোচনা করেন।


0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official