এগরায় উদ্ধার হলো বিষধর কোবরা সাব
পূর্ব মেদিনীপুর জেলার এপরা থানা এলাকার বাসুদেবপুর গ্ৰাম পঞ্চায়েতের দুলালপুর এলাকায় সােমবার সকালে একটি খাল থেকে উদ্ধার হল বিশালাকৃতির মনক্রোম কোবরা সাপ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে খালে থাকা মাছ ধরার ঘুনিতে আটকে পড়ে বিশালাকৃতির মনক্রোম কোবরা সাপটি । এরপর মাছের ঘুনিতে ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় এক ব্যক্তি । তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এরপর এরা বনদফতরে খবর দেওয়া হলে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় । বন দফতর সূত্রে জানা গিয়েছে , সাপটি প্রায় সাড়ে ৫ ফুট লম্বা।এই সাপের বিষ ভয়ঙ্কর হলেও এই সাপ সচরাচর কামড়ায় না । সে কারণে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি সাপ সম্পর্কে সচেতনও করা হয় গ্রামবাসীদের । তবে এই ধরনের বিষধর সাপ প্রথমবার উদ্ধার হয় নি।এর আগেও এই সব এলাকায় থেকে শাঁখামুটী , চন্দ্রবােড়া ও বিভিন্ন ধরনের সাপ উদ্ধার হয়েছে ।
পূর্ব মেদিনীপুর জেলার এপরা থানা এলাকার বাসুদেবপুর গ্ৰাম পঞ্চায়েতের দুলালপুর এলাকায় সােমবার সকালে একটি খাল থেকে উদ্ধার হল বিশালাকৃতির মনক্রোম কোবরা সাপ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে খালে থাকা মাছ ধরার ঘুনিতে আটকে পড়ে বিশালাকৃতির মনক্রোম কোবরা সাপটি । এরপর মাছের ঘুনিতে ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় এক ব্যক্তি । তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এরপর এরা বনদফতরে খবর দেওয়া হলে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় । বন দফতর সূত্রে জানা গিয়েছে , সাপটি প্রায় সাড়ে ৫ ফুট লম্বা।এই সাপের বিষ ভয়ঙ্কর হলেও এই সাপ সচরাচর কামড়ায় না । সে কারণে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি সাপ সম্পর্কে সচেতনও করা হয় গ্রামবাসীদের । তবে এই ধরনের বিষধর সাপ প্রথমবার উদ্ধার হয় নি।এর আগেও এই সব এলাকায় থেকে শাঁখামুটী , চন্দ্রবােড়া ও বিভিন্ন ধরনের সাপ উদ্ধার হয়েছে ।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official