মান্দারমনিতে ২৫ ফুটের বিশালাকৃতির তিমি উদ্ধার, বিস্মিত বিশেষজ্ঞরা
দিঘার পর এবার মান্দারমনি সমুদ্র সৈকতে দেখা মিলল বিশলাকৃতির পুর্ণবয়স্ক মৃত তিমির জীবিত
উদ্ধার করা না গেলেও, এই তিমির পরিচয় নিয়ে বিস্ময় তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে।
জানা গিয়েছে, তিমিটি রবিবার রাতের দিনে ভরা জোয়ারের সময় মন্দারমনি সৈড়ায় ভেসে আসে ।এরপর মান্দারমনি সৈকতে
সােমবার ভােরে মৎস্যজী ও আগত পর্যটকদের নজরে আসে।এই ঘটনার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মান্দারমনিতে যারা
বেড়তে গিয়েছেন, তাঁরাও প্রাণীটিকে দেখতে ভিড় জমান সমুদ্র সৈকতে। এরপর স্থানীয় মানুষদের কাছ থেকে মৃত তিমির নিচে পড়ে
থাকার খবার পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এরপর পুলিশই খবর দেয় বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁহন দফতরের কর্মীরা।
স্থানীয় জেলেদের ধরনা ভর সমুদ্রে অন্তত ১৫দিন আগে এ তিমি মাছটি মরা গেছে। তবে স্থানীয় মানুষজনের ধারণা,ছোটোখাটো
হাতির মতাে চেহারা সম্পন্ন তিমিটি লম্বায় প্রায় ৩০ ফুট দীর্ঘ হবে।বিশালাকৃতির এই তিমি মাছটি উদ্ধার করে সংরক্ষনের মাধ্যমে।
পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন পর্যটনমুখী ব্যবসায়ীরা।
দিঘার পর এবার মান্দারমনি সমুদ্র সৈকতে দেখা মিলল বিশলাকৃতির পুর্ণবয়স্ক মৃত তিমির জীবিত
উদ্ধার করা না গেলেও, এই তিমির পরিচয় নিয়ে বিস্ময় তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে।
জানা গিয়েছে, তিমিটি রবিবার রাতের দিনে ভরা জোয়ারের সময় মন্দারমনি সৈড়ায় ভেসে আসে ।এরপর মান্দারমনি সৈকতে
সােমবার ভােরে মৎস্যজী ও আগত পর্যটকদের নজরে আসে।এই ঘটনার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মান্দারমনিতে যারা
বেড়তে গিয়েছেন, তাঁরাও প্রাণীটিকে দেখতে ভিড় জমান সমুদ্র সৈকতে। এরপর স্থানীয় মানুষদের কাছ থেকে মৃত তিমির নিচে পড়ে
থাকার খবার পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এরপর পুলিশই খবর দেয় বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁহন দফতরের কর্মীরা।
স্থানীয় জেলেদের ধরনা ভর সমুদ্রে অন্তত ১৫দিন আগে এ তিমি মাছটি মরা গেছে। তবে স্থানীয় মানুষজনের ধারণা,ছোটোখাটো
হাতির মতাে চেহারা সম্পন্ন তিমিটি লম্বায় প্রায় ৩০ ফুট দীর্ঘ হবে।বিশালাকৃতির এই তিমি মাছটি উদ্ধার করে সংরক্ষনের মাধ্যমে।
পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন পর্যটনমুখী ব্যবসায়ীরা।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official