- অনাহারে থাকা মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন রানু মণ্ডল !
সোশ্যাল মিডিয়াতে মিমের পরিচিত মুখ এখন রানু মন্ডল। বলিউডের গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে ‘তেরি মেরি কাহানি’ গানের পর রানু মন্ডল
ভাইরাল হয় ।
বিষেশ কারনে তিনি
ফিরে আসেন আবার সেই রানাঘাটে।
তবে আজ যখন করোনার জেরে মানুষের চরম দুরবস্থা। লকডাউন এর কারণে গরীব মানুষরা খেতে পারছেন না। তখন রানাঘাটের গরিব মানুষদের পাশে দাঁড়ালেন রানু মন্ডল।
রানু মন্ডল নিজে যেটুকু টাকা রোজগার করেছিলেন তা দিয়েই চাল ডাল ডিম আরো কিছু প্রয়োজনীয় খাবার দিয়ে গরিব মানুষদের সাহায্য করলেন তিনি। এবার শুধু মিম নয় রানু মন্ডল এর এভাবে গরিবদের সাহায্য করার ছবি ও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। অনেক শিল্পীরাই তাকে বাহবা দিচ্ছেন।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official