পূর্ব মেদিনীপুর: এগরা:সৌমেন সেন:-
আবহাওয়ার খামখেয়ালি_পনায় ঝড় বৃষ্টি লেগে রয়েছে প্রতিদিনই, এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পাঁচরোল গ্ৰামের চন্দন পাত্র মহাশয় ,সকালে পুকুরে জাল ফেলতে গিয়ে আচমকাই দেখতে পেল হলুদরঙের একটি প্রাণীকে।
তৎক্ষণাৎ প্রতিবেশীদের ডেকে সেটিকে দেখান। সবাই ভাল করে দেখার পর তাঁরা বুঝতে পারেন আদতে কচ্ছপ ওই হলুদ রঙ্গের প্রাণীটি। এরপরই চন্দন পাত্র নামের ঔ ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে যান।
স্থানিয় দের মতে সাধারণত কালো বা মেটে রং এর কচ্ছপ কখনো কখনো দেখেছেন তারা।
কিন্তু হলুদ রঙ্গের কচ্ছপ এর আগে কোনো দিন দেখেন নি তাই প্রাণীটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।
খবর এগরা বন দফতরে জানানো হলে বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আবহাওয়ার খামখেয়ালি_পনায় ঝড় বৃষ্টি লেগে রয়েছে প্রতিদিনই, এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পাঁচরোল গ্ৰামের চন্দন পাত্র মহাশয় ,সকালে পুকুরে জাল ফেলতে গিয়ে আচমকাই দেখতে পেল হলুদরঙের একটি প্রাণীকে।
তৎক্ষণাৎ প্রতিবেশীদের ডেকে সেটিকে দেখান। সবাই ভাল করে দেখার পর তাঁরা বুঝতে পারেন আদতে কচ্ছপ ওই হলুদ রঙ্গের প্রাণীটি। এরপরই চন্দন পাত্র নামের ঔ ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে যান।
স্থানিয় দের মতে সাধারণত কালো বা মেটে রং এর কচ্ছপ কখনো কখনো দেখেছেন তারা।
কিন্তু হলুদ রঙ্গের কচ্ছপ এর আগে কোনো দিন দেখেন নি তাই প্রাণীটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।
খবর এগরা বন দফতরে জানানো হলে বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official