*সন্তান সভ্যতা*
*প্রভাত মণ্ডল*
অজস্র রক্তবর্ণ হিংস্র চোখ,মায়ের স্তনের
প্রতি কামুক স্বভাব ওদের সভ্যতার আদিকাল থেকে।
সৌন্দর্য হারিয়েছে মা,তবু ভরসা হারায়নি।
সমুদ্রের বুকে গর্জন উঠেছে বারবার,
খসে গেছে তারা,শূন্য হয়েছে প্রকৃতি মায়ের কোল,
নক্ষত্র হয়ে রয়ে গেছে অমৃতা।
হয়তো হয়েছে ইতিহাস,হয়তোবা ভুলে গেছে
রঙিন মানুষ,তবু আজও থমকে যায়নি পথ।
এ পথে হেঁটেছে সুবেদা,হাতে রেখে হাত
বাচ্চিনী,চণ্ডীপ্রসাদ থেকে ধুম সিং,ঘানসিম রাতারু।
মিশে গেছে চিপকোর সাথে বহুগুণার হাত ধরে
ধূসর থেকে রাঙামাটির পথে।
আবারও বলাৎকার।মুরগুমার মায়ের শরীর থেকে
ধারালো দাঁত দিয়ে কেটে নিয়েছে স্তন।
তিরিশ হেক্টর বিস্তৃত স্তনের প্রতি লালসায়
বীভৎস আঁচড় কেটেছে শরীরে হায়নার দল।
শাল বন খাঁ খাঁ।প্রচণ্ড গোঙানি।
সুপুরডি মৌজার চোখে জল ছলছল।
কুড়মি সন্তানেরা মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত।
নেশাখোর চোখগুলোতে এখনও ঠুলি,
বিপন্ন সন্তান সভ্যতা,তবু এতটুকু মায়া নেই শরীরে।
সন্তানের প্রতি ভরসায় দুচোখে জল নিয়ে চেয়ে আছে অপলক দৃষ্টিতে,
যদি মুঠো তোলে কুড়মি সমাজ যদি বেঁচে থাকে শরীরের বাকিটুকু,
হায়েনাদেরও বুকে টেনে নেবে আদরে,স্তনদুগ্ধে পালন করবে এ সন্তান সভ্যতা।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official