প্রত্যাশা/চিত্তরঞ্জন সাঁতরা

প্রত্যাশা----
চিত্তরঞ্জন সাঁতরা

অবুঝের মত প্রত্যাশায় থাকি
যেখানে চাঁদ ও পৃথিবীর দূরত্বের
মাঝে হাতরে বেড়াই তোমাকে---
বেহায়ার মত স্বপ্ন দেখি ক্যানভাসে
ছবি এঁকে-------।
নির্লজ্যের মত খুঁজে বেড়াই তোমার
ছায়া ধরে---------
বোকার মত ছুটে চলি অন্ধবিশ্বাসে---
জানি, অসম্ভবের শূন্যতায় প্রত্যা্শাহীন
মরুভূমি------
তবুও তোমার হাজার স্মৃতি ধরে তোমাকে
খুঁজে বেড়াই একটু প্রত্যাশায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ