লকডাউনে কুইজ , অভিনব উদ্যোগ বিহারে

লকডাউনে কুইজ , অভিনব উদ্যোগ বিহারে লকডাউনে মানুষকে ঘরে রাখতে অভিনব উদ্যোগ নিল বিহার পরিবেশ মন্ত্রক । প্রকৃতি ও বন্যজীবনের উপর অনলাইন কুইজ

  • প্রতিযােগিতা চালু হয়েছে এক কর্মকর্তা জানান , এই কু্যইজে বিজয়ীদের পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে । পরিবেশ বিভাগের প্রধান সচিব দীপক কুমার সিং বলেন , ' জনগণের । বিনােদন ও তাঁদের পরিবেশ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছি । '

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ