এগরা মহকুমা রেডক্রস সোসাইটি ও আস্তা সোসাইটি যৌথ উদ্যোগে ব্লাড ডোনেসান ক্যাম্প

এগরা মহকুমা রেডক্রস সোসাইটি ও আস্তা সোসাইটি যৌথ উদ্যোগে ব্লাড ডোনেসান ক্যাম্প


আজ এই ভয়াবহ করোনা মোকাবিলায়  এগরা মহকুমা রেডক্রস সোসাইটি ও আস্তা সোসাইটির এগরা ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ব্লাড ডোনেসান ক্যাম্পের আয়োজন হয় এতে 30 জন রক্ত দাতা রক্ত দান করেন  এই উৎসবে উপস্থিত ছিলেন  রেডক্রস সোসাইটির সম্পাদক জয়ন্ত সাহু  সদস্য ডাঃ স্বপন কুমার তামিলি ডাঃ জোতিম্ময় মিশ্র  প্রকাশ রায়চৌধুরী আশিস চক্রবর্তী  বিমল প্রহারাজ আস্তা সোসাইটির  সভাপতি জয়ন্ত সাহু  প্রকাশ কুসুম দাস ও অন্যনা সকল সদস্য  বিশেষ সহযোগী ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের সদস্য বৃন্দ ও অন্যান্য সকলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ