শহিদ ক্ষুদিরামের পরিবারের লােকজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাছে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দিলেন ৷ শনিবার মেদিনীপুর সফরে গিয়ে অমিত যান হাবিবপুরে শহিদের বাড়িতে । ক্ষুদিরামের আত্মীয় গােপাল বসু বলেন , তার পরিবারের সঙ্গে ৷ কেউই তাদের কাছে আসে না , তৃণমূলও নয় ৷ তাঁর জন্মভূমিতে কোনও উন্নয়ন হয়নি ৷ আমরা বেকারদের চাকরি চাই ৷ এদিন ক্ষুদিরামের মূর্তিতে শ্রদ্ধা জানানাের পর শাহ বলেন , এই মাটি কপালে লাগানাের সৌভাগ্য হল ৷ হাসিমুখে ফঁসির মঞ্চে উঠেছিলেন ক্ষুদিরাম ।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official