আইসিএমআর শিশুদেররই সুপার স্প্রেডার বলে দাবি


আইসিএমআর করোনা নিয়ে গবেষনা করতে গিয়ে দেখলেন যে এক নতুন আশঙ্কার তথ্য উঠে আসছে । এতদিন করোনায় সবচেয়ে অসুরক্ষিত শিশুরা বলে দাবি করলেন । শিশুদেররই সুপার স্প্রেডার বলে দাবি করল । করোনায় ৮ শতাংশের বয়েস ১৭ বছরের নীচে। আইসিএমআর এর জেনারেল ভার্গবের কথায়, শিশুদের নিয়ে ধারণা এবার পাল্টাতে হবে। শিশুরা ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়াতে পারে। চিকিৎসায় উঠে এসেছে মোট সংক্রমিতের সংখ্যার ৮ শতাংশের বয়েস ১৭ বছরের নীচে। আরও ৫ বছর বয়েস কম যাদের, তাঁদের আক্রান্ত হওয়ার প্রবণতা ১ শতাংশেরও কম। 
তবে কেন সুপার
স্প্রেডার বলা হচ্ছে শিশুদের। মিজোরামের শিশুদের উদাহরণ টেনেছআইসিএমআর বলেন যে মিজোরামে এখনও পর্যন্ত ৩১৫ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তবে আশার আলো এটা, অন্যান্য দেশের মতো ভারতে করোনা আক্রান্ত শিশুর মধ্যে এখনও
 কাওয়াসাকি ডিজিজ দেখা যায়নি। পাশপাশি, শিশুদের সুপার স্প্রেডার বলার আরও একটা কারণ হল, আমেরিকায় জুলাই মাসে স্কুল খুলতেই দু সপ্তাহের মধ্যেই আক্রান্ত হয় লক্ষাধিক শিশু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ