ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও পশ্চিমবঙ্গ আইনসভার ডেপুটি স্পিকার সুকুমার হংসদা মারা গেলেন


বৃহস্পতিবার সকালে কলকাতার একটি হাসপাতালে ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও পশ্চিমবঙ্গ আইনসভার ডেপুটি স্পিকার ৬৫ বছর বয়সী সুকুমার হংসদা মারা যান । 
তিনি ক্যান্সারে ভুগছিলেন। বিধায়কের মৃত্যুতে শোক জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন যে ডব্লিউবি অ্যাসেমব্লির উপ-স্পিকার ও ঝাড়গ্রাম বিধায়ক শ্রী সুকুমার হাঁসদা মারা যাওয়ার কথা শুনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এআইটিসির রাজ্য সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। মানুষের জন্য তাঁর নিরলস পরিশ্রম সর্বদা স্মরণ করা হবে। তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি সমবেদনাও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ