যদিও পাড়ার লোকজন বলে প্রতিদিন রাতে অর্ণব মারধর করতো সুনন্দা কে। এমনকি অর্ণবের জামাই বাবু গৌতম, তিনি ঝামেলা না মিটিয়ে উল্টে তিনিও মারধর করতেন সুনন্দা কে। তাই সুনন্দা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে না বলে জানিয়েছে প্রতিবেশীরা।পাড়ার লোকজনদের দাবি ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে।জানা গিয়েছে অর্নব প্রতিদিন ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতো সুনন্দাকে। তাহলে কি ডিভোর্স দেয়নি বলেই মেরে ঝুলিয়ে দিলো অর্ণব ও তার জামাইবাবু গৌতম। এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
যদিও অর্ণব ABP আনন্দ ও তার জামাইবাবু গৌতমবাবু আনন্দ বাজার পত্রিকার ডাকাবুকো নাম করা সাংবাদিক। সেই জন্য প্রভাব খাটিয়ে সব ধামাচাপা দিয়ে দেওয়ায় চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা দুজনেই। সূত্রের খবর, তাদের সঙ্গে পুরোপুরি মদত দিচ্ছে হুগলী জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব।
ক্ষমতার অপব্যবহার করছে এই দুই সাংবাদিক ও তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব।সবাই এক সাথে এলাকার মানুষ কে দমিয়ে রেখেছে।
পাড়ার লোকজনদের দাবি এই ঘটনার উপযুক্ত শাস্তি দিতে হবে ABP আনন্দের সাংবাদিক অর্ণব ও আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক গৌতম ও তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবের।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official