- বিদ্যাসাগরের জন্মদিবসে বহরমপুরের CULTURAL AND MULTI EDUCATION LINK IN ACTION (CAMELIA) সংস্থা মুর্শিদাবাদ জেলার ভরতপুর কনিজা হ্যান্ডিক্যাপ স্কুলে নাটক ও মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছিলো।
এই ধরনের বিশেষ শিশুদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলার বিষয়ে এবং মা বাবা দের হতাশা কে দূর করবার বিষয়ে সুজিতবাবু উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ভরতপুরের বি.ডি.ও. অঞ্জন চৌধুরী, যুগ্ম বি.ডি.ও. উদয় নারায়ন দে, ভরতপুর থানার অফিসার ইনচার্জ রবি মালাকার প্রমুখ। স্কুলের সেক্রেটারী তথা প্রধান শিক্ষক ইউসুফ নবী জানান CAMELIA সংস্থার সুজিত কুমার দাস এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামীদিনে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে তারা যথেষ্টই অগ্রণী ভূমিকা পালন করবেন। বিদ্যাসাগরের জন্মদিবসে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে তারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানান।
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official