অভিশপ্ত সঞ্চয়

অভিশপ্ত সঞ্চয়
     মনোজ কুমার রথ✍✍

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর নাগরিক,
চায়ের ঠেকে মোবাইলে গেম খেলতে খেলতে
মুছে ফেলছে সংবিধানের প্রতিটি ধারা;
নিকোটিনের ধোঁয়ার মতোই বিলীন হয়ে যাচ্ছে
দর্শনে ডিগ্রীধারীর জীবন দর্শন,
যুক্তি-তক্কও অনাথ-অসহায়;
জীবনে জমা-খরচের হিসেবটা 
আজ আর ঠিকমতো মেলাতে পারে না 
অঙ্কশাস্ত্রের অঙ্কিতা...
ববিতার বাংলা তো এমনিতেই অচল!

ওরা আজ অসংযমী,
ওরা আজ অসাবধানী,
ওরা আজ নিয়ম ভাঙে নিয়ম করেই!
বাদুড় ঝোলা বাসে মাস্কবিহীন ক্ষুধার্ত যাত্রীর মতো
জীবনটা তো কবেই লিখে দিয়েছে বাকীর খাতায়;
এক একটা পূর্ণচ্ছেদহীন বাক্য বয়ে বেড়ানোর গাড়ি
প্রতিটি হৃদয়!!

ওরা থেমে গেছে,
গন্তব্যে পৌঁছানোর আগেই চেন টেনে দিয়েছে 
কান্ডজ্ঞানহীন কেউ!
থেমে যাওয়াটা দোষ নয়,
জোর করে থামিয়ে দিলে তো থেমে যেতেই হয়...
থামিয়ে দেওয়াটা চরম অপরাধ নিশ্চয়;
কে করবে কার জরিমানা!!

ওরা তুষের আগুন,
ওরা মানব বোমা...
জ্বালিয়ে দেবে,
পুড়িয়ে দেবে,
সশব্দে ফেটে উড়িয়ে দেবে খরা কবলিত সমাজ;
একটু একটু করে অন্ধকার 
আর চাপা প্রতিবাদ জমা হচ্ছে ভবিষ্যৎ খাতে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ