সাগর নদী ভালোবাসা

         সাগর নদী ভালোবাসা
         সুব্রত ভট্টাচার্য (ঋক তান)


তিস্তা  নদীটার সাথে হয়নি এখনো দেখা সাগরের
অভিমানে যে সাগর বয়ে যায় একা একা নিজেকে আঘাত করে পাথরের স্তরে

কতবার ডেকেছিল  তিস্তাকে  পথ চেয়ে বসেছিলো 
দিন রাত্রি বুকের বালুচরে লুকিয়ে রাখবে সারা জীবন 
গ্রীষ্মের খরতাপ ,
জোয়ারের জলে খুশির স্রোতে । 

তিস্তা বাড়িয়েছে,  কেবল  নিজেকে দূরে সরবার নানা  ফিকির ,
তবুও 
সাগরের দিকেও আসতে চেয়েছিলো বয়ে
তিস্তা, অসীম যাতনা সয়ে
কিন্ত --!
তারপরে, সে-হঠাৎ নিয়েছে বাঁক তোরসা সাথে মিলেছে 
সাগর হয়েছে হতবাক --!
সাগর বলে থাক; সেই ভালো, দূরে থাক 

এখনও হৃদয়ে ইচ্ছেটা জাগে খুব   তিস্তাকে কাছে পেতে ।
 একবার আমার ঝাপটায়  সোহাগে ভরিয়ে দেবো তাকে সঙ্গমের ইচ্ছেতে।
তোমার গভীরে ডুবে সুখ 
তোমার বুকে ভেসে থাকার আনন্দে
তার ক্লান্ত দেহে জুড়ে থাকবে সাগরের ঘ্রাণ নিতে নিতে 
নিজের সক্ষমতা কে উজাড় করে দিতে টলটলে জলে ছলাৎ ছলাৎ শব্দে ,
আর বলবো যে কাল বৈশাখী ঝড় ওঠে তোমার শরীরে মধ্য রাতে

মিশে যাওয়া নদের সাথে ।

তখনই তাকে চুপিচুপি বলবো 
তিস্তা তুমি কার !
 নিজেকে  জিজ্ঞাসা করো 
তুমি কি পূর্ণ ,না তোরসা পরিপূর্ণ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ