মুর্শিদাবাদে কিশোরিকে গলাই ফাঁস দিয়ে খুনের অভিযোগে সৎ মা আটক

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :-
মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার পার-রঘুনাথপুর টুলটুলিপাড়ায় গ্রামে কিশোরিকে গলাই ফাঁস দিয়ে খুনের অভিযোগ।মৃত কিশোরীর নাম আরজুমা খাতুন (১৩)। 


 ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ।
সূত্রের খবর , আরজুমা খাতুনের নিজের মা আজ থেকে ১০ বছর আগে মারা যায়। তার তিন পরেই বাবা দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটি পুত্র সন্তানও রয়েছে। আরজুমার সাথে সৎ মায়ের বনিবনা ছিলোনা বলে অভিযোগ । গত কয়েক দিন আগে থেকে পরিবারে চলছিল আরজুমাকে নিয়ে অশান্তি এবং গতকাল মারধর করে তার বাবা বলেও জানিয়েছেন আত্মীয়রা। তারপর আজ শ্বাসরোধ করে ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায়, ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃত আরজুমা খাতুনের সৎ মাকে আটক করা হয়েছে।
তবে খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে ডোমকল থানার পুলিশ।এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ