পিংলা বার্তা নিউজ পেপার.... করোনা পর্বের মধ্যেই শুরু হয়ে গেছে উৎসবের মরসুমে একের পর এক বাঙালির পুজো উৎসব অতি মারি বা মহামারীর মধ্যে এই বৃহৎ উৎসব বাঙালির ইতিহাসে প্রথম, গত 25 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুজোর উদ্যোগ নিয়েছিলেন কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়, এরপর সরকারের পক্ষ থেকে প্রকাশিত হল গাইডলাইন গাইড কি কি সেই গাইডলাইন দেখে নেয়া যাক,
খোলামেলা বড় প্যান্ডেল করতে হবে ঢোকাও বেড়ানোর আলাদা রাখতে হবে পেন্ডেল খোলামেলা হবে যদি বাধ্য হয়ে ঢাকা সিলিং করলেই হয় তবে চার দেয়াল হবে খোলা, প্যান্ডেলের ভেতরে যথেষ্ট জায়গা থাকতে হবে যাতে দর্শকরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন, ঢোকানোর বেড়ানোর গেট আলাদা রাখতে হবে প্রয়োজনে মেঝেতে দাগ দিয়ে বোঝাতে হবে যাতে কারো কোন সমস্যা না হয় কোন ভিড় জমায় করতে দেওয়া যাবেনা মাক্স পড়েই প্যান্ডেলে আসতে হবে দর্শকদের যদি কেউ না আসেন সেজন্য প্যান্ডেল কর্তৃপক্ষকে মাক্স এর ব্যবস্থা রাখতে হবে, রাখতে হবে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, এছাড়া প্যান্ডেল সেনিটাইজার করতে হবে, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন রাখতে হবে প্যান্ডেলে, তাদের মাক্স পড়তে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে ভিড় হলে বা কেউ কোন নিয়ম না মানলে তারা সামাল দেবেন, অঞ্জলি দেওয়া প্রসাদ বিতরণ সিঁদুরখেলা এসব অনুষ্ঠানে পরিকল্পিতভাবে করতে হবে, কোন ভিড় করা চলবেনা অঞ্জলীর ফুলবাড়ি থেকে আনতে হবে যাতে ফুল সংগ্রহ করতে ভিড় না হয় পুরোহিত যেন মাইকে মন্ত্র পড়েন যাতে অনেক দূর পর্যন্ত শোনা যায়, কেউ ভিড় না করেন পুজো মণ্ডপে বা তার আশপাশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুমোদিত হবে না, সেরা পুজো বাছাইয়ের ক্ষেত্রে বিচারকের বড় টিম মণ্ডপে এসে ভিড় করতে পারবে না বড়জোর দুটো গাড়ির অনুমোদন মিলবে তাও সকাল 10 টা থেকে দুপুর তিনটের মধ্যে বেশিরভাগ খুঁটিয়ে দেখার কাজ ভার্চুয়ালি করতে হবে, নিজেদের পুজোর প্রচারের সঙ্গে সঙ্গে নিয়ম নীতি ও প্রচার সামলাতে হবে প্রতিটি পুজো কমিটিকে সোশ্যাল মিডিয়া ও বৈদ্যুতিক মাধ্যমে নিয়মিত চলবে এই প্রচার, পুজোর উদ্বোধন ও বিসর্জন 2 করতে হবে ন্যূনতম লোক নিয়ে, উদ্বোধন করতে হবে যতটা সম্ভব ভার্চুয়ালি, বিসর্জনের জন্য কোন ঘাটে কখন কোন পূজার বিসর্জন তা আগাম পরিকল্পনা করতে হবে প্রশাসনের সঙ্গে পুজো তত্সংলগ্ন সমস্ত অনুমোদন অনলাইনে করতে হবে ভিড় এড়ানোর জন্য আরও বেশি দিন ধরে খোলা রাখা যেতে পারে প্যান্ডেল তৃতীয় থেকেই উদ্বোধন হতে পারে পুজোর পরে কোন কার্নিভাল হবে না, সরকারি ও বেসরকারি সংস্থার সমস্ত কোভি ড নীতি মেনে চলতে হবে পুজো কমিটি গুলিকে এবং দর্শকদেরও, বিদ্রো... প্রায়োগিক ক্ষেত্রে এই প্রতিবেদন যথেষ্ট নয়, সরকারের প্রকাশিত মূল গাইডলাইন অনলাইনে দেখে নেবেন,
0 মন্তব্যসমূহ
https://internationalnewstar.blogspot.com/
Whatsapp-74782 01605
https://www.facebook.com/Internationalnewstar.official